ঢাকা,

১০ সেপ্টেম্বর ২০২৫


এশিয়া কাপে ইতিহাস ভাঙার ইঙ্গিত লিটনের

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৭:২৫, ৯ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপে ইতিহাস ভাঙার ইঙ্গিত লিটনের

ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। এবার শিরোপা জিতে অতীতের হতাশা ঘুচিয়ে ইতিহাস ভাঙতে চান বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এশিয়া কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে লিটন বলেন,

“এখনও চ্যাম্পিয়নশিপের স্বাদ আমরা পাইনি—কিন্তু সেটা একটা ইতিহাস। আর ইতিহাস তো ভাঙার জন্যই তৈরি হয়। ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। এখানে অনেক চ্যালেঞ্জ থাকবে, এত সহজ হবে না। আমরা চেষ্টা করব দল হিসেবে কীভাবে উন্নতি করা যায়।”

বাংলাদেশের রেকর্ড

  • তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ।

  • প্রতিবারই রানার্সআপ হয়ে ফিরতে হয়েছে।

  • এবারের লক্ষ্য—প্রথমবারের মতো শিরোপা জয়।

প্রস্তুতি ও প্রেরণা

  • এশিয়া কাপে আসার আগে টানা তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ।

  • এক মাসের প্রস্তুতি ক্যাম্পে অংশ নিয়ে দল প্রস্তুত হয়েছে বলে জানান অধিনায়ক।

  • সমালোচকদের জবাব নয়, বরং ভালো ক্রিকেট খেলাই দলের মূল লক্ষ্য বলে মত দেন লিটন।

লিটনের প্রত্যাশা

  • “আমরা সাম্প্রতিক সময়ে খুব ভালো ক্রিকেট খেলেছি। বেশ কিছুদিন ক্যাম্পও করেছি। আমার মনে হয়, ভালোভাবেই প্রস্তুত এশিয়া কাপের জন্য।”

  • “সব কটিই ভালো দল, খেলাটা অনেক চ্যালেঞ্জিং হবে। আমরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। আমরা আমাদের শতভাগ দেব।”

ইউ

News