
সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) নেত্রকোণা সদর উপজেলার কেগাতী (কালিয়ারা গাবরাগাতী) ইউনিয়নের ধলাকান্দা গ্রামের ধনারখাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মী মহিউদ্দিন তালুকদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
হামলায় জড়িতদের শাস্তির দাবিতে নেত্রকোণার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলা ১১টায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখা ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি মোঃ শামীম তালুকদার।
মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে বক্তব্য রাখেন সাংবাদিক মোনায়েম খান, কাজী সফিউল আলম চৌধুরী জুয়েল, সাংবাদিক আসাদুজ্জামান তালুকদার , প্রভাষক ও সাংবাদিক বিজয় দাস, কবি শামছুদ্দোহা ফরিদ, এডভোকেট জহিরুল ইসলাম রানা, সাংবাদিক তানজিলা আক্তার রুবী, কবি দূর্জয় শেখ, কবি ও সাংবাদিক আব্দুস সামাদ, সাংবাদিক মোঃ মানিক মিয়া, সাংবাদিক মোঃ ওবাইদুল ইসলাম সাগরপ্রমুখ।
মানববন্ধনটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক প্রভাষক ও সাংবাদিক সুমন আহমেদ।
প্রসঙ্গত, নির্যাতন ও হামলার শিকার সাংবাদিক মহিউদ্দিন তালুকদার নেত্রকোণা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং এই ঘটনায় নেত্রকোণা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
টিএইচ