ঢাকা,

২১ মে ২০২৫


নির্দিষ্ট সময়ে জুলাই ঘোষণাপত্র না এলে আন্দোলনে নামবে এনসিপি

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১২:২৩, ২১ মে ২০২৫

নির্দিষ্ট সময়ে জুলাই ঘোষণাপত্র না এলে আন্দোলনে নামবে এনসিপি

সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শিগগিরই শুরু হবে এই আলোচনা। 

এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকর ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে যান আওয়ামী লীগ সভাপতি। 

এরপর গত ৩১ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা। অবশ্য পরে সরকার ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিলে তারা সেখান থেকে সরে আসে। 

সম্প্রতি ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, ঐকমত্যের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এটা ৩০ কর্মদিবসে, কথাবার্তা হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। যদি মতানৈক্য থাকে, এটা কতটা কমিয়ে আনা যায়। এটা করে যেন ঘোষণাপত্রটা দেওয়া যায়, সবাই মিলে।’

রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র ৫ আগস্টের পরপরই হওয়া উচিত ছিল। দেরিতে হলেও এখন সেটি দেওয়া উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন বসা এবং একটা ঐকমত্যে পৌঁছানো ঘোষণাপত্রের ব্যাপারে। যেন এটা নিয়ে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। এই ঘোষণাপত্র যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া উচিত।’

এনসিপি বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। নতুন রাজনৈতিক দলটির যুব শাখা জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, ‘সরকার যদি আবারও এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে প্রহসন শুরু করে, তাহলে সেটার জবাব আমরা রাজপথেই দেবো। আমরা মনে করি, সরকারের কখনোই উচিত নয় প্রহসন করা। এই সরকার তো জুলাই গণঅভ্যুত্থানের সরকার।’ 

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ‘আমরা দাবি করছি যে এই ঘোষণাপত্র এবার বাস্তবায়ন হবে। কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ৩০ কার্যদিবসের কথা এবং আমরা এটা পর্যবেক্ষণ করছি গুরুত্ব সহকারে।’ 

এর আগে জুলাই ঘোষণাপত্রের খসড়া করা হয়েছিলে। সেখানে ১৯৪৭ থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়।

টিএইচ

News