
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের দ্রুত শপথের দাবিতে দ্বিতীয় দিনের মত নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তাঁর সমর্থকেরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে এই বিক্ষোভ শুরু হয়।
এতে করে গুলিস্তান মাজারের দিক থেকে বঙ্গবাজারের দিকের সড়কের দুইপাশে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধরা বলেন, নাগরিক সেবা নিশ্চিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিকেই মেয়র হিসেবে চান তারা। কর্মসূচিতে যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরাও। অবিলম্বে আদালতের রায় কার্যকরের দাবি তাদের।
২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে পরাজিত হলেও সে সময় থেকেই বিভিন্ন ব্যানারে জনতার মেয়র হিসেবে পরিচিতি পান সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। ওই সময়ই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইবুনালে মামলা করেন ইশরাক।
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২০ সালের নির্বাচনী ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইবুনাল। রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করে।
আদালতের রায়, ইসির গেজেট প্রকাশের পরও মেয়র হিসেবে দায়িত্ব বুঝে না পাওয়ার প্রতিবাদে ঢাকা বাসীর ব্যানারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ হয় বুধবার।
টিএইচ