
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এমএসএফ অফিসের সামনে থেকে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৬ মে) দুপুর ১টার দিকে অজ্ঞাত মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন।
উখিয়া থানার সহকারী উপ পরিদর্শক চম্পক দাশ জানান, স্থানীয় লোকজন একটি মৃতদেহ পড়ে থাকার খবর দেয় পুলিশকে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই মৃতদেহের খবর পেয়ে কক্সবাজার ঈদগাঁও উপজেলার কিছু লোক মৃতদেহটি দেখতে আসে। তারা জানিয়েছে তাদের এক লোক নিখোঁজ রয়েছে। তবে মৃতদেহটি তাদের সেই নিখোঁজ লোক নয় বলে জানিয়েছে।
তাই বেলা সাড়ে তিনটা পর্যন্ত পর্যন্ত পাওয়া পর্যন্ত মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায় নি।
টিএইচ