ঢাকা,

০১ মে ২০২৫


১৫ মে থেকে দ্বৈত নাগরিকত্বের আবেদন শতভাগ অনলাইনে

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৬:২১, ৩০ এপ্রিল ২০২৫

১৫ মে থেকে দ্বৈত নাগরিকত্বের আবেদন শতভাগ অনলাইনে

দ্বৈত নাগরিকত্বের আবেদনে আর নথিপত্রের হার্ডকপি (ছাপা কাগজ) এখন থেকে আর গ্রহণ করবে না সরকার। আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। 

গতকাল মঙ্গলবার এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, বিদেশে বাংলাদেশ দূতাবাস বা মিশনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত নাগরিকত্বের আবেদন আগামী ১৫ মে থেকে সরাসরি হার্ডকপিতে (অফলাইনে) নেওয়া হবে না।

সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং দ্রুততম সময়ে সেবা দেওয়ার লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

scs.ssd.gov.bd–লিংকে নিজস্ব জিমেইল (gmail) আইডি দিয়ে লগইন করে অনলাইনে ফরম পূরণ, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ও ই-পেমেন্টের মাধ্যমে সরকারি ফি পরিশোধ করে আবেদন করা যাবে।

টিএইচ

News