ঢাকা,

১৮ সেপ্টেম্বর ২০২৫


ফেসবুকে আবেগঘন বার্তা দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কোঅর্ডিনেটর

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা জেলা 

প্রকাশিত হয়েছে: ২৩:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফেসবুকে আবেগঘন বার্তা দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কোঅর্ডিনেটর

আবেগঘন স্ট্যাটাস দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কোর্ডিনেটর ( গ্রেড -১) আনসার উদ্দিন খান পাঠান ।

তিনি তার ফেসবুক আইডিতে লিখেছেন, আমার বন্ধু , আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের জ্ঞাতার্থে জানাছি ,সরকার আজ আমাকে অতিরিক্ত আইজিপি হিসেবে প্রমোশন দিয়েছে। যেহেতু আমার চাকুরির বয়স শেষ হয়েছে তাই আর সে পদে যোগদানের সুযোগ নেই কিন্তু বেতন, ভাতা এবং পেনশন সে অনুযায়ী নতুন করে নির্ধারিত হবে।

সেই সাথে ন্যুনতম সম্মানটুকু ফিরে পাওয়া গেল। বিগত সরকার  সার্ভিস রুলসে প্রণিত প্রমোশনের জন্য নির্ধারিত সমুদয় যোগ্যতা থাকা সত্বেও সম্পূর্ণ অন্যায়ভাবে  আমাকে বার বার বঞ্চিত করেছে। 

উল্লেখ্য ইতোমধ্যে সরকার  গত ৩০ শে এপ্রিল , ২০২৫ তারিখে আমাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, বাংলাদেশ-এর তদন্ত সংস্থায় কোর্ডিনেটর ( গ্রেড -১ ) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে এবং সে পদে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। সবশেষে সকলের কাছে দোয়া চান বিগত সময়ে পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য বৈষম্যের শিকার পুলিশের এই উর্ধ্বতন কর্মকতা। 

 

 

 

 

টিএইচ

News