ঢাকা,

১৭ আগস্ট ২০২৫


জবি এআইএস বিজনেস ক্লাবের বিজনেস কেইস ও পাবলিক স্পিকিং কম্পিটিশন গ্র‍্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২৩:৩৭, ১৬ আগস্ট ২০২৫

জবি এআইএস বিজনেস ক্লাবের বিজনেস কেইস ও পাবলিক স্পিকিং কম্পিটিশন গ্র‍্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের AIS Business Club কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ বিজনেস কেইস কম্পিটিশন এবং পাবলিক স্পিকিং প্রতিযোগিতা BizBattle Season 2.0 and PitchPerfect Season 1.0 এর গ্রান্ড ফিনালে এবং পরুস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

শুক্রবার ১৫ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং ডিপার্টমেন্টে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া আরও ছিলেন ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক অধ্যাপক ড. আলী নূর, ক্লাব মডারেটর ড. মোঃ রুহুল আমিন মোল্লা বিচারক হিসেবে ছিলেন: ‎প্রফেসর ড. তাসলিমা আক্তার,প্রফেসর ড. মিরাজ হোসেন, সফল বড়ুয়া (জনতা ব্যাংক পিএলসি) ও ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থীসহ আরো অনেকে।

টিএইচ

News