ঢাকা,

১৬ আগস্ট ২০২৫


নতুন স্টার্টআপ ঋণ ও বিনিয়োগ নিয়ে লাইট অব হোপের সেমিনার

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১১:৩১, ১৪ আগস্ট ২০২৫

নতুন স্টার্টআপ ঋণ ও বিনিয়োগ নিয়ে লাইট অব হোপের সেমিনার

নতুন স্টার্টআপ ঋণ ও বিনিয়োগ নীতি নিয়ে উদ্যোক্তাদের জন্য সেমিনারের আয়োজন করেছে লাইট অব হোপ ভেঞ্চারস। 

বুধবার ধানমন্ডিতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের স্টার্টআপ খাতের ১০০–এর বেশি উদ্যোক্তা অংশ নেন।
গত জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক স্টার্টআপ ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত নতুন নীতি প্রকাশ করে। ক্ষুদ্র ব্যবসা ও প্রযুক্তি–ভিত্তিক স্টার্টআপের অর্থায়ন সহজ করতে এ নীতি প্রণয়ন করা হয়েছে।

সেমিনারে মূল বক্তা ছিলেন ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহসিনুর রহমান। তিনি নীতিমালার বিস্তারিত তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন। টগুমগুর প্রতিষ্ঠাতা ড. নাজমুল আরেফিন ঋণ আবেদনের প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বক্তব্য দেন।
লাইট অব হোপ ও টগুমগুর সহপ্রতিষ্ঠাতা ওয়ালিউল্লাহ ভূঁইয়া, সেমিনারটি সঞ্চালনা করেন। 

তিনি বলেন, ‘এসএমই ও স্টার্টআপ খাতে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এতে অর্থনীতি শক্তিশালী হবে, কর্মসংস্থান বাড়বে।’

বাংলাদেশে এসএমই খাত মোট কর্মসংস্থানের ৮৭ শতাংশ সৃষ্টি করলেও ব্যাংক ঋণের মাত্র ১২ শতাংশ পায়। প্রায় ২৮০ কোটি ডলারের ঋণ ঘাটতি থাকলেও এ খাতে অনুৎপাদনশীল ঋণের হার বড় কোম্পানির তুলনায় কম।

টিএইচ

News