ঢাকা,

০৫ আগস্ট ২০২৫


গণঅধিকার পরিষদ প্রত্যাখ্যান করল ’জুলাই ঘোষণাপত্র’

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৬:২৪, ৩ আগস্ট ২০২৫

গণঅধিকার পরিষদ প্রত্যাখ্যান করল ’জুলাই ঘোষণাপত্র’

ছবি সংগৃহীত

অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই প্রণীত 'জুলাই ঘোষণাপত্র' প্রত্যাখ্যান করেছে গণঅধিকার পরিষদ।

রবিবার (৩ জুলাই) সংবাদ সম্মেলনে সংগঠনটি এ ঘোষণা দেয়।

প্রধান অভিযোগ:

  • আলোচনাবিহীন প্রণয়ন: অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র প্রণয়নে ২০১৩ সালের শাপলা চত্বর গণহত্যা, ২০১৮ সালের কোটা আন্দোলনসহ দীর্ঘ ১৫ বছরের সংগ্রামের ইতিহাস উপেক্ষা করেছে।

  • ঐতিহাসিক বিকৃতি: "জুলাইকে শুধু ৩৬ দিনের আন্দোলন হিসেবে চিত্রিত করে অতীতের সব সংগ্রামকে মুছে ফেলার চেষ্টা" করা হচ্ছে বলে মন্তব্য করেন সাধারণ সম্পাদক রাশেদ খান।

পটভূমি:

২০২৪ সালের ৫ জুন হাইকোর্টের কোটাবিষয়ক রায়ের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন রাষ্ট্রপদ্ধতি সংস্কারের দাবিতে রূপ নেয়। সংগঠনটির দাবি, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনই প্রমাণ করেছিল "হাসিনার মাথা নত করা যায়"।

সতর্কবার্তা:

সংবাদ সম্মেলনে সতর্ক করে বলা হয়, "১৯৭১-এর ইতিহাসের মতো যদি ২০২৪-এর ইতিহাসও একপাক্ষিকভাবে লেখা হয়, তা হবে জুলাই চেতনার পরিপন্থী"।

উপস্থিতি: সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

ইউ

News