ঢাকা,

২০ জুলাই ২০২৫


নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : প্রেস সচিব

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৫:৪৫, ১৯ জুলাই ২০২৫

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : প্রেস সচিব

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আপনারা নিশ্চিত থাকুন, চিফ অ্যাডভাইজর (প্রধান উপদেষ্টা) যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে। একদিন পেছানো হবে না। সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হবে।

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। 

আজ শনিবার কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন। 

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়েই নির্বাচন হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে।

সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। দেখবেন বর্ষার পরই সবখানে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে। 

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদ নির্বাচনের বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দল ও কমিশন কথা বলছে।

সবাই খুব আন্তরিকতার সঙ্গেই বিষয়টি আলোচনা করছে। এসব বিষয়ে বিশ্বের অনেক দেশে বছরের পর বছর লেগে যায়। 

দেশে সাম্প্রতিক চাঞ্চল্যকর কিছু ঘটনার বিষয়ে তিনি বলেন, এসব ঘটনার বিষয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। আইন সংশোধন করে ধর্ষণের বিচার খুব দ্রুত শেষ করা হয়েছে। 

গোপালগঞ্জের সহিংসতার বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এ জেলার মানুষ আর বাংলাদেশের মানুষ আলাদা নয়।

সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলো যথেষ্ট দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে। 

জুলাই সনদ নিয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা অন্যান্য দেশের দিকে যদি দেখি তাহলে বুঝবো, আসলে এসব বিষয়ে অনেক সময় লেগে যায়। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বারবার এটা নিয়ে বসছে, আলোচনা করছে। আশা করি শিগগির জুলাই সনদ আসবে।’

‘দ্য নেক্সট ওয়েভ’ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে স্পিকার ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ প্রমুখ। 

 

টিএইচ

News