ঢাকা,

১৯ জুলাই ২০২৫


কক্সবাজার প্রেসক্লাবে জুলাই ’২৪ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোহাম্মদ খোরশেদ, কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত হয়েছে: ২২:৪২, ১৮ জুলাই ২০২৫

কক্সবাজার প্রেসক্লাবে জুলাই ’২৪ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কক্সবাজার প্রেসক্লাব আয়োজিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন- দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার জগদ্দল পাথরের মতো দেশের, জনতার উপর চেপে বসে দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিনত করেছিল।

ছাত্র জনতার গণ জোয়ার না হলে এ পাথর নামানো কখনো সম্ভব হতোনা। '২৪ এর বীর ছাত্র  জনতার তাজা রক্তের বিনিময়ে আজ মুক্ত বাংলাদেশ। 

বক্তারা আরো বলেন, জুলাই গনহত্যার বিচার তরান্বিত করে সাম্য ও গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের এগিয়ে যেতে হবে। 

আলোচনা সভায় হাসিনা সরকারের গুলিতে সেদিন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন বক্তারা। যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুচিকিৎসায় যেন কোন গাফেলতি করা না হয় সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। 

গতকাল শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৪ টা কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর প্রচার সম্পাদক এম. বেদারুল আলমের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া  '২৪ এর গণ অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শুরু হয়।

কক্সবাজার প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম আর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ত্যাগ, দূর্বার আন্দোলনের নানাদিক নিয়ে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য যথাক্রমে এসএম আমিনুল হক চৌধুরী,  আতাহার ইকবাল, সহ সভাপতি কামাল হোসেনআজাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজারে শহীদ আহসান হাবীবের চাচা মাসউদ ছিদ্দিকী, জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধি যথাক্রমে রবিউল হাসান, নাসিমা আক্তার পিংকী, ওমর ফারুক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সদস্য এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, বাংলাভিশনের মোর্শেদুর রহমান খোকন, সাংবাদিক সিরাজদৌলা হেলালী,  প্রেসক্লাবের সদস্য মোয়াজ্জেম হোসেন শাকিল, আরটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাইফুর রহিম শাহীন, সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর, সাংবাদিক স ম ইকবাল বাহার চৌধুরী, যমুনা টিভির এহসান আল কুতুবী, সাংবাদিক সংসদের সভাপতি এমএ আজিজ রাশেল, সাংবাদিক খোরশেদ হেলালী, জিয়াউল হক, মোজাম্মেল হক প্রমুখ। 

 উক্ত দোয়া মাহফিলের আলোচনা সভার পূর্বে শহীদ জুলাই যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন এবং অনুষ্ঠানের শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সভাপতি ও বড়বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌলানা কামাল উদ্দিন।

টিএইচ

News