ঢাকা,

১৪ জুলাই ২০২৫


২ লাল কার্ড, ৫ গোলের ম্যাচে বাংলাদেশের নাটকীয় জয়

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২৩:০৭, ১৩ জুলাই ২০২৫

২ লাল কার্ড, ৫ গোলের ম্যাচে বাংলাদেশের নাটকীয় জয়

স্কোরলাইন বাংলাদেশ ২- ২ নেপাল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। ৭ মিনিট ইনজুরি সময়ের খেলা চলছে। সেই খেলারও ইনজুরি সময়ে গোল করে নাটকীয়ভাবে জয় পায় বাংলাদেশ।

অন্তিম মুহুর্তে কাউন্টার অ্যাটাকে উমহেলার বাড়ানো পাসে বক্সের মধ্যে দারুণ ফিনিশিং করেন তৃষ্ণা। নেপালের গোলরক্ষক ও ডিফেন্ডাররা তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া উপায় ছিল না।

দুই গোলে পিছিয়ে পড়ে নেপাল ম্যাচে সমতা এনেছিল। সেই ম্যাচ একেবারে শেষ মুহুর্তে গোল দিয়ে বাংলাদেশ পূর্ণ তিন পয়েন্ট আদায় করে। এতে নেপালের ফুটবলারদের অনেকে মাঠে কান্নায় ভেঙে পড়েন। অন্য দিকে বাংলাদেশের ফুটবলাররা জয়োল্লাসে মাতেন। কিংস অ্যারেনায় আসা হাজার জনেক দর্শকও গ্যালারিতে করেন উদযাপন। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার তৃপ্তি স্বাগতিকদের।

এই ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল অনেক ঘটনাবহুল। ৫৪ মিনিটে দুই দলের একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখেন। বাংলাদেশের ফরোয়ার্ড সাগরিকাকে বাধা দেন নেপালের ডিফেন্ডার। এক পর্যায়ে তিনি মেজাজ হারিয়ে সাগরিকাকে আঘাত করেন। আবার সাগরিকাও হাতাহাতিতে জড়ান। এতে রেফারি দুই জনকে সরাসরি লাল কার্ড দেখান।

সাগরিকা মাঠ ছাড়ার পর বাংলাদেশ একটু পিছিয়ে পড়ে। বাংলাদেশের কোচ পিটার বাটলার খেলোয়াড় ও কৌশল বদল করে ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে চাইলেও পারেননি। নেপাল বাংলাদেশকে দশ জন নিয়েই চাপে ফেলে। ৭৫ মিনিটে নেপাল পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে গোল করে খেলায় ফেরে হিমালয়ের দেশটি।

৮৬ মিনিটে এক সংঘবদ্ধ আক্রমণে নেপাল সমতা আনে। ইনজুরি সময়ে তৃষ্ণা রাণীর দারুণ ফিনিশিং গোলে শেষ পর্যন্ত বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে।

প্রথমার্ধে বাংলাদেশ দুর্দান্ত খেলেছিল। ২ গোল করলেও সুযোগ ছিল আরো বেশি করার। ১৪ মিনিটে মাঝ মাঠ থেকে সাগরিকার পাস পান মুনকি। নেপালের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলে শট নিলে গোলরক্ষকের পায়ের ফাক দিয়ে বল গোললাইন ক্রসের মুহুর্তে নেপালের গঙ্গা রোকায়া। ঐ বল আবার জালে পাঠান শিখা। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সাগরিকা। শান্তি মার্ডির ক্রস শিখার শট নেপালের গোলরক্ষকের গায়ে লেগে ফেরত আসলে সেই বল জালে পাঠান সাগরিকা।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল সিনিয়র দলের একাধিক খেলোয়াড় রয়েছেন। সিনিয়র খেলোয়াড় নিয়ে নিজেদের মাটিতে নেপালের অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশের। চার জাতির সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপালই মূলত শিরোপা দাবিদার। তাই এই দুই দলের লড়াইটি খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে নেপালকে হারিয়ে শিরোপায় খানিকটা এগিয়ে রইল।

টিএইচ

News