ঢাকা,

১৩ জুলাই ২০২৫


মবের পেছনে সরকারের প্রশ্রয় আছে কিনা, প্রশ্ন তারেক রহমানের

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১০:৪৮, ১৩ জুলাই ২০২৫

মবের পেছনে সরকারের প্রশ্রয় আছে কিনা, প্রশ্ন তারেক রহমানের

যারা মব সৃষ্টি করছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। 

এসময় মব ভায়োলেন্সের ঘটনায় সরকারের প্রচ্ছন্ন মদদ আছে কিনা খতিয়ে দেখার দাবি তোলেন বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা। 

তারেক রহমান বলেন, ‘আমরা বারবার বলেছি, অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের হেফাজত করা। সরকারের কাছে আমাদের প্রশ্ন, তারা কেন প্রশ্রয় দিচ্ছে।’

গত বুধবার সন্ধ্যার কিছু আগে, মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে ও মাথায় পাথর মেরে হত্যা করা হয়। শুক্রবার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। এই ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এদিকে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করীম লাকিকে আজীবন বহিষ্কারের কথা জানিয়ে শুক্রবার রাতেই একটি বিজ্ঞপ্তি দেয় সংগঠনটি। আরেক আসামি স্বেচ্ছাসেবক দলের কর্মী কালুকেও তার সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

সোহাগ হত্যার বিষয়ে তারেক রহমান বলেন, ‘যাকে আমরা স্ক্রিনে দেখেছি, যে হত্যা করছে, তাকে সরকার এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি। আমরা কি তবে ধরে নেব, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে।’

তারেক রহমান বলেন, ‘যে অন্যায় করবে, সে অন্যায়কারী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দেশের প্রচলিত আইনে। অন্যায়কারী কোন দলের লোক হতে পারে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে। আমরা খেয়াল করছি, কারা একটি সুস্থ পরিবেশকে বাধাগ্রস্ত করতে চায়।’

টিএইচ

News