
ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ইমিগ্রেশন ব্যবস্থায় কী ধরনের উন্নতি হয়েছে, তা পরিদর্শনের জন্যই আজকে এখানে এসেছি। আগের তুলনায় অনেক অগ্রগতি হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কীভাবে নিরাপত্তা বলয় অতিক্রম করে থাইল্যান্ডে গেছেন, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে দ্রুত প্রতিবেদন পাওয়া যাবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল কি না, সে বিষয়ে নিরাপত্তা গোয়েন্দা (এসবি) বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো তথ্য দিয়েছে কি না, তা তার জানা নেই। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে চলমান ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মানুষের দুর্ভোগ যেন না হয়, সেদিকে খেয়াল রেখে কর্মসূচি দিতে হবে। রাস্তা অবরোধ না করে শান্তিপূর্ণ উপায়ে দাবি জানানো যেতে পারে।”
ইউ