ঢাকা,

১৬ সেপ্টেম্বর ২০২৫


সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক সমাজের মানববন্ধন কর্মসূচি

আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা জেলা

প্রকাশিত হয়েছে: ২৩:১৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক সমাজের মানববন্ধন কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক পিয়াস আহমেদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর)  সকালে নেত্রকোণা জেলা প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক শামীম তালুকদার, সাংবাদিক আসাদুজ্জামান তালুকদার, সাংবাদিক রাকিবুল ইসলাম লিমন,সাংবাদিক মহসিন মিয়া সাংবাদিক সাংবাদিক পিয়াস আহমেদ প্রমূখ। 

 বক্তারা বলেন, ডাকাতির ঘটনার সংবাদ প্রকাশের জের ধরে গত ৪ সেপ্টেম্বর একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সন্ত্রাসীরা সাংবাদিক পিয়াস আহমেদকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে।এসময় হামলাকারী এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করা হয়।

 

টিএইচ

News