ঢাকা,

০৫ অক্টোবর ২০২৫


দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৬:৩৭, ৪ অক্টোবর ২০২৫

দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী

ছবি সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, দল অনুগত প্রশাসন দিয়ে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তবে তিনি দাবি করেন, জনগণ দ্রুত নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা পূর্বের মতো কোনো ‘ডামি নির্বাচন’ চায় না।

মূল অভিযোগ ও নির্বাচন প্রসঙ্গ

  • প্রশাসনের দলীয়করণ: শনিবার (৪ অক্টোবর) সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রিজভী এই অভিযোগ করেন। তিনি বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে একটি বিশেষ ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে।

  • সুষ্ঠু নির্বাচনের শঙ্কা: প্রশাসনের এই অনুগতদের দিয়ে আসন্ন নির্বাচন পরিচালনা করা হলে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যাবে না বলে তিনি মত দেন।

  • জনগণের অবস্থান: বিএনপি নেতা দাবি করেন, জনগণ ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তারা গতবারের মতো একতরফা বা ‘ডামি নির্বাচন’ দেখতে চায় না।

বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা ও সমালোচনা

  • বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা: রিজভী অভিযোগ করেন, একটি পক্ষ ‘নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর’ চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, ‘ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।’

  • ১৫ বছরের লড়াই: তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, গত ১৫ বছর ধরে কারা আপসহীন লড়াই করেছে, তা সাধারণ মানুষ খুব ভালো করেই জানে।

  • ড. ইউনূসের সমালোচনা: এ সময় তিনি ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনূসকে বিকৃত করার ঘটনাটিরও তীব্র সমালোচনা করেন।

বিএনপির এই নেতা আজ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

ইউ

News