
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় 'সহজে আপস' করবে না জাপান বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেও আলোচনার টেবিলে নমনীয় হওয়ার কোনো ইচ্ছা নেই টোকিওর।
এক টেলিভিশন সাক্ষাৎকারে ইশিবা বলেন, "আমরা সহজে আপস করব না। এজন্যই আলোচনা দীর্ঘায়িত হচ্ছে এবং জটিল হয়ে উঠছে।" তবে জাপান দ্রুত চুক্তি চাইছে বলে জানান তিনি, কারণ ৯ জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ না হলে জাপানি পণ্যে ১০ শতাংশ ভিত্তিগত শুল্কের পাশাপাশি অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে।
ট্রাম্প সম্প্রতি জাপানকে লেখা এক চিঠিতে ৩০-৩৫ শতাংশ শুল্কের ইঙ্গিত দিয়েছেন, পাশাপাশি মার্কিন গাড়ি ও চালের রপ্তানি বৃদ্ধির দাবি জানিয়েছেন। ইশিবা এ প্রসঙ্গে বলেন, "আমরা মিত্র রাষ্ট্র, তবে প্রয়োজনীয় কথা বলতে দ্বিধা করব না। যুক্তরাষ্ট্রে আমরা সবচেয়ে বড় বিনিয়োগকারী ও কর্মসংস্থান সৃষ্টিকারী— আমাদের অন্যান্য দেশের সঙ্গে এক কাতারে দেখানো উচিত নয়।"
গত সপ্তাহে ট্রাম্প যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্যকে 'অন্যায্য' আখ্যা দিলেও, জাপান স্পষ্ট করেছে যে শুল্ক হুমকি তাদের অবস্থান পরিবর্তন করবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী ৪৮ ঘণ্টার আলোচনাই নির্ধারণ করবে দুই দেশের বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ। িএএফপি, রয়টার্স
ইউ