
ভিয়েতনামের হা লং বে-তে ঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পর্যটকবাহী নৌকাটিতে পাঁচজন ক্রুসহ ৫৩ জন যাত্রী ছিল। শনিবার (১৯ জুলাই) প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
নৌকাটির যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে এসেছিলেন; যাদের মধ্যে ২০ জনের বেশি শিশু ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘ভিয়েতনামের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করেছেন। একই সঙ্গে সেখান থেকে ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’’
হা লং বের এই দুর্ঘটনায় এখনও অন্তত ৮ পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে রাতেও উদ্ধার অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
হা লং বেতে কাজ করা ট্র্যান ট্রং হুং ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দুপুরের দিকে দ্বীপে আকস্মিক ঝড় শুরু হয়। দুপুর ২টার দিকে আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
তিনি বলেন, ওই সময় ব্যাপক বজ্রপাত ও প্রবল বৃষ্টির সঙ্গে বড় বড় শিলাবৃষ্টি হচ্ছিল। এসব শিলার আকার ছিল আঙুলের মতো।
দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা ও জননিরাপত্তা মন্ত্রণালয়কে দ্রুত উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
সরকারি ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
খবর স্কাই নিউজ
টিএইচ