
দক্ষিণ সিরিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত ৫৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, রবিবার থেকে সুইদা প্রদেশে শুরু হওয়া সহিংসতায় ভয়াবহ নৃশংসতার সাক্ষ্য মিলেছে। খবর বিবিসির।
এসওএইচআর-এর তথ্য মতে, নিহতদের মধ্যে ৩০০ জন দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য, যাদের মধ্যে ১৪৬ জন যোদ্ধা এবং ১৫৪ জন বেসামরিক মানুষ।
এসব বেসামরিক মানুষের মধ্যে ৮৩ জনকে সিরিয়ার সরকারি বাহিনী সরাসরি গুলি করে হত্যা করেছে। এ ছাড়া সরকারি বাহিনীর অন্তত ২৫৭ জন সদস্য ও ১৮ জন বেদুইন যোদ্ধাও নিহত হয়েছেন।
এসওএইচআর আরো জানায়, দ্রুজ যোদ্ধারা তিনজন বেদুইন বেসামরিক নাগরিককে সরাসরি হত্যা করেছে। এই সংঘর্ষের সূত্রপাত দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে বিরোধ থেকে।
অপরদিকে, ইসরায়েলি বিমান হামলায় আরো ১৫ জন সরকারি সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলের দাবি, তারা দ্রুজদের রক্ষায় ও সিরীয় সরকারি বাহিনীকে সুইদা থেকে পিছু হটাতে এই হামলা চালায়।
এসওএইচআর-এর এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে নিরাপত্তা সংস্থাগুলো নিহতের সংখ্যা ৩০০ জন বলে জানিয়েছে।
অপর এক পর্যবেক্ষক সংস্থা, সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানায়, অন্তত ১৬৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে তারা নিশ্চিত করেছে।
টিএইচ