
ইসরায়েলের হামলায় বৃহস্পতিবার ভোর থেকে গাজাজুড়ে কমপক্ষে ৮২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
একদিকে যুদ্ধবিরতির আলোচনা চলতে থাকলেও অন্যদিকে ফিলিস্তিনিদের রাফাহতে জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা উঠেছে।
আল জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার নিহতদের মধ্যে ১৫ জন দেইর আল-বালাহ শহরে শিশুদের পুষ্টিকর সামগ্রী নিতে লাইনে দাঁড়িয়ে থাকাকালীন ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়। নিহতদের মধ্যে ৯ শিশু ও ৪ নারী রয়েছেন।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলার নিন্দা জানিয়ে বলেন, সাহায্যপ্রার্থী পরিবারগুলোর ওপর এমন আক্রমণ অমানবিক।
তিনি আরো বলেন, আজ গাজার অনেক মানুষের জন্য এটাই নির্মম বাস্তবতা—যেখানে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সাহায্য ঢুকতে দেওয়া হয়নি এবং যুদ্ধে জড়িত পক্ষগুলো সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিতে তাদের মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
টিএইচ