ঢাকা,

০৪ সেপ্টেম্বর ২০২৫


রামুতে ২০ কেজি গাঁজাসহ এক মাদক  কারবারি আটক 

মোহাম্মদ খোরশেদ, কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত হয়েছে: ২০:২৭, ১ সেপ্টেম্বর ২০২৫

রামুতে ২০ কেজি গাঁজাসহ এক মাদক  কারবারি আটক 

কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের পানির ছড়া মামুনের বাজার এলাকা থেকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি’কে  আটক করেছে র‌্যাব। 

র‌্যাব-১৫ সহকারি পরিচালক আ, ম ফারুক জানান, সোমবার ভোরে র‌্যাবের একটি দল রাম্ ুউপজেলার রশিদ নগর ইউপির ৭নং ওয়ার্ডের পানির ছড়া মামুনের বাজারের মোস্তফা কামালের মুদি দোকানের সামনে রাস্তার উপর পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি তার হাতে থাকা একটি প্লাস্টিকের সাদা বস্তা নিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করতে সক্ষম হয়। 

আটককৃত সাইমন উদ্দিন (২৭)  ভারুয়াখালী চান্দুরপাড়া এলাকার  আবু মুসলিমের ছেলে। 
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে তার কাছে  থাকা প্লাস্টিকের বস্তার ভিতর হতে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫টি বান্ডিল ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায় এবং এগুলো  জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামী সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে  বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।

টিএইচ

News