ঢাকা,

২১ জুলাই ২০২৫


আওয়ামীলীগের পুনর্বাসন আমাদের মৃত্যু ডেকে আনবে: হাসনাত আব্দুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ :

প্রকাশিত হয়েছে: ২২:৩৪, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ২২:৩৭, ১৮ জুলাই ২০২৫

আওয়ামীলীগের পুনর্বাসন আমাদের মৃত্যু  ডেকে আনবে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপিদক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেনগত পরশু আমাদের উপর হামলা হয়েছিলো। যারা এই হামলার পক্ষে কথা বলছেনআওয়ামী লীগের ডেডলিস্টে তারা নেই। 

আওয়ামী লীগ বলেতারা ফিরলে তাদের নিয়ে বাংলাদেশ গড়বে। আওয়ামী লীগের ডেডলিস্টে আছি আমরা।

আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসাপাতি ছিলোআপনাদের আত্মীয়তার সম্পর্কআওয়ামী লীগের মন্ত্রী কারও কারও মেয়ের জামাই।কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু ডেকে আনবে। 

আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেনআমি হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাবো না। 

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেনআওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবার সুযোগও নেই।মনে রাখতে হবেকেয়ামতের পরে তওবা কাজে লাগে না। 

আওয়ামী লীগ যদি ফিরেতার পরিণতি কি হবে তা আপনারা গোপালগঞ্জে দেখেছেন।যেই বুদ্ধিজীবীরা পয়সার জন্য হাসিনার সময় মগজ বিক্রি করেছিলোযারা কলম বিক্রি করেছিলোযারা জিহবা এই গণহত্যার পক্ষে কথা বলেছে, তারা হচ্ছে জ্ঞানপাপী। এদের দিয়ে বাংলাদেশ বিনির্মান সম্ভব নয়।আমরা বাংলাদেশ উইদআউট আওয়ামী লীগ গঠন করা শুরু করেছি।

এসময় আরও উপস্থিত ছিলেনজাতীয় নাগরিক পার্টি (এনসিপিআহবায়ক নাহিদ ইসলামসদস্য সচিব আখতার হোসেনসিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাতাসনিম জারাযুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনউত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমমুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী প্রমুখ। 

টিএইচ

News