ঢাকা,

২১ মে ২০২৫


বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৬:৪৪, ২০ মে ২০২৫

আপডেট: ১৬:৪৫, ২০ মে ২০২৫

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা

ফাইল ছবি

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক।

মঙ্গলবার (২০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য নিশ্চিত করেছেন।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, সোমবার বিকেলে স্টারলিংক কর্তৃপক্ষ ফোনের মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম শুরুর বিষয়টি তাকে অবহিত করে এবং মঙ্গলবার সকালে তাদের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

তিনি লেখেন, ‘স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। শুরুতে তারা দুটি প্যাকেজ চালু করছে—স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। প্রথমটির মাসিক খরচ ৬,০০০ টাকা এবং দ্বিতীয়টির ৪,২০০ টাকা। তবে উভয় প্যাকেজেই সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন ৪২,০০০ টাকা খরচ হবে।’

স্টারলিংকের এই সেবায় কোনো স্পিড বা ডেটা লিমিট নেই, ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

ফয়েজ আহমদ আরো বলেন, ‘বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। মাত্র ৯০ দিনের মধ্যেই যাত্রা শুরুর লক্ষ্য বাস্তবায়িত হলো।’

তিনি বলেন, ‘খরচ তুলনামূলক বেশি হলেও এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমানের, নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবার একটি টেকসই বিকল্প। বিশেষ করে যেসব এলাকায় এখনো ফাইবার বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছায়নি, সেখানে স্টারলিংক বড় সম্ভাবনার দ্বার খুলে দেবে। এতে এনজিও, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা সারা বছরব্যাপী নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাবেন।’

এ উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলে জানান তার বিশেষ সহকারী।

স্টারলিংকের এই সেবা দেশে ডিজিটাল সংযুক্তি ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইউ

News