
ফাইল ছবি
বাংলাদেশ-পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে নতুন সিদ্ধান্তে পৌঁছেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। প্রাথমিকভাবে পাঁচ ম্যাচের পরিকল্পনা থাকলেও, বাংলাদেশের প্রস্তাবে তিন ম্যাচের সিরিজ আয়োজন করতে সম্মত হয়েছে পাকিস্তান। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে এখনো সিরিজের নির্দিষ্ট সূচি চূড়ান্ত হয়নি বলে জানা গেছে পাকিস্তানি গণমাধ্যম সূত্রে।
বাংলাদেশের ক্রিকেটারদের দাবি এবং সফরের সময়সংক্রান্ত জটিলতার কারণেই ম্যাচ সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া এক ভেন্যুতেই পুরো সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল আলোচনায়।
সম্প্রতি দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে চূড়ান্ত হয় তিন ম্যাচের সিরিজ আয়োজনের সিদ্ধান্ত।
এর আগে ২১ মে বাংলাদেশ দলের ইসলামাবাদ সফরের কথা থাকলেও ভারত-পাকিস্তান উত্তেজনা এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পিছিয়ে ২৫ মে পর্যন্ত চলায় পুরো সূচি বদলে যায়। নতুন সূচি অনুযায়ী সিরিজ শুরু হবে ২৭ মে।
ক্রিকেটাররা পাকিস্তান সফরে রাজি হলেও ঈদের আগেই দেশে ফেরার ব্যাপারে জোর দেন। কারণ জুনের শুরুতেই ঈদুল আজহা। পিসিবি প্রস্তাবিত সূচিতে সিরিজ শেষ হওয়ার কথা ৫ জুন। কিন্তু ৬ জুন ইসলামাবাদ থেকে ঢাকায় সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ঈদের আগে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ কারণে ক্রিকেটাররা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা বা সূচি পুনর্বিন্যাসের দাবি জানান বোর্ডের কাছে।
এই পরিস্থিতি বিবেচনায় রেখে বিসিবি আনুষ্ঠানিকভাবে তিন ম্যাচের সিরিজের প্রস্তাব দেয়, যাতে ঈদের আগেই দলের দেশে ফেরা সম্ভব হয়। পিসিবিও এতে সম্মত হয়েছে বলে সূত্র জানিয়েছে।
ইউ