ঢাকা,

০২ আগস্ট ২০২৫


পাকিস্তানও একদিন ভারতের কাছে তেল বিক্রি করবে, ট্রাম্পের খোঁচা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৪:১২, ৩১ জুলাই ২০২৫

পাকিস্তানও একদিন ভারতের কাছে তেল বিক্রি করবে, ট্রাম্পের খোঁচা

ভারত থেকে রফতানি হওয়া পণ্যে ২৫ শতাংশ শুল্ক এবং অনির্দিষ্ট জরিমানা চাপানোর পরেই পাকিস্তানের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন প্রেসিডেন্ট সামাজি যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন, পাকিস্তানে যে বিশালাকার তেল ভান্ডার রয়েছে, তার উন্নতির জন্য ওয়াশিংটন এবং ইসলামাবাদ যৌথ ভাবেকাজ করবে। পাকিস্তান কোনও এক দিন ভারতকেও তেল বিক্রি করতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ট্রাম্প।

বুধবার সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, আমরা এইমাত্র পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি সেরে ফেললাম। চুক্তি অনুযায়ী সে দেশের বিশালাকার তেল ভান্ডারের উন্নতিতে পাকিস্তান এবং আমেরিকা যৌথ ভাবে কাজ করবে। 

একই সঙ্গে ভবিষ্যৎ সম্ভাবনার কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও যুক্ত করেছেন, কে বলতে পারে, হয়তো পাকিস্তান এক দিন ভারতকে তেল বিক্রি করবে। ওই পোস্টেই ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের এই বোঝাপড়ায় কোন তেল উত্তোলনকারী সংস্থা নেতৃত্ব দেবে, তা তার প্রশাসন ঠিক করবে।

বুধবার ট্রাম্প ভারতের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে একটি পোস্ট করেন। সেখানে ভারতকে ‘বন্ধুরাষ্ট্র’ বলে উল্লেখ করলেও নয়াদিল্লি চড়া হারে শুল্ক নেয় বলে অভিযোগ তোলেন ট্রাম্প। তার এই অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগেও বার বার ভারত-আমেরিকা বাণিজ্য প্রসঙ্গে এই মন্তব্য করেছেন তিনি।

তবে এ বার রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। রাশিয়া থেকে ভারত অস্ত্র এবং জ্বালানি কিনছে, সে কথাও ট্রাম্পের পোস্টে উল্লেখ করা হয়। রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্কের জন্য নয়াদিল্লির উপর ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি একটি ‘জরিমানা’ (পেনাল্টি) চাপানো হবে বলেও ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই জরিমানা কী হতে পারে, তা পোস্টে উল্লেখ করেননি তিনি। ঘটনাচক্রে, কয়েক সপ্তাহ আগেই আমেরিকার প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, ইউক্রেনের উপর রাশিয়া হামলা বন্ধ না-করলে মস্কোর সঙ্গে ব্যবসা করা দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক চাপাবেন তিনি।

ট্রাম্প শুল্ক চাপানোর পরে ভারতের বাণিজ্য মন্ত্রক অবশ্য একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, দেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে ভারত সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে। দু’দেশই উপকৃত হবে, এমন একটি বাণিজ্যচুক্তির জন্য গত কয়েক মাস ধরেই আমেরিকার সঙ্গে আলোচনা চলছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। ভারতের সঙ্গে এই বিষয়ে যে আলোচনা চলছে, বুধবার তা জানিয়েছেন ট্রাম্পও। তিনি বলেন, “ভারতের সঙ্গে আলোচনা চলছে। চলতি সপ্তাহের শেষে বিষয়টি অনেকটা স্পষ্ট হয়ে যাবে।” ‘আমেরিকা-বিরোধী’ ব্রিক্‌স গোষ্ঠীর সদস্য হওয়ার জন্যও যে তিনি ভারতের উপর অসন্তুষ্ট, তা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প।

টিএইচ

News