ঢাকা,

১১ জুলাই ২০২৫


শুল্ক ইস্যুতে ওয়াশিংটনে বাংলাদেশ–আমেরিকার বৈঠক

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৩:৪১, ১০ জুলাই ২০২৫

শুল্ক ইস্যুতে ওয়াশিংটনে বাংলাদেশ–আমেরিকার বৈঠক

ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ বৃহস্পতবিার এই তথ্য নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, বৈঠকে বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে আলোচনা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকায় অবস্থান করে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফাইজ আহমেদ তায়েব।

এ ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষি, জ্বালানি, বাণিজ্য এবং কপিরাইট–সম্পর্কিত বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

আজও বাংলাদেশ সময় রাত ৯টায় দুই পক্ষের মধ্যে শুল্ক নিয়ে আলোচনার কথা রয়েছে। তবে চূড়ান্ত আলোচনা হবে শুক্রবার।

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বিভিন্ন দেশের পণ্য আমদানিতে শুল্ক আরোপ ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। বাংলাদেশসহ ১৪টি দেশের নেতাদের চিঠি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ প্রেক্ষাপটে আমেরিকায় আলোচনায় অংশ নিতে যাওয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে পক্ষে জানানো হয়, শুল্ক পুনর্বিবেচনার ব্যাপারে দেশটির সঙ্গে কথা বলা হবে। তারই ধারাবাহিকতায় বৈঠক করছে বাংলাদেশ।

টিএইচ

News