
সিদ্ধিরগঞ্জে খেলা করার সময় ব্যাটারি চালিত মিশুক রিকশার ধাক্কায় ছয় বছরের শিশুর মৃত্যু হয়েছেন।
বুধবার (৩০ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানার ৯নং ওয়ার্ডে জালকুড়ি মাইজপাড়া ফয়েজ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।নিহত শিশু হলো শেরপুর জেলার কান্দি নগর এলাকার মাসুম হোসেনের মেয়ে মারজিয়া আক্তার।
স্থানীয়রা জানান, সকালে মার্কেটের সামনে শিশুটি খেলা করছিল।এসময় খেলার সময় হঠাৎ রাস্তায় দৌড় দিলে ব্যাটারি চালিত মিশুক রিকশার সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম গণমাধ্যমে জানান, সকালে ফয়েজ মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় একশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর পিতা এখনও মামলা দায়ের করেননি।
টিএইচ