ঢাকা,

০৮ জুলাই ২০২৫


মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের ৩ কর্মকর্তার অপসারণের আল্টিমেটাম

প্রকাশিত হয়েছে: ২১:৫২, ৭ জুলাই ২০২৫

মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের ৩ কর্মকর্তার অপসারণের আল্টিমেটাম

দেশের অন্যতম মেগাপ্রকল্পগুলোর মধ্যে একটি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্টান পেন্টাওশান লিমিটেডের তিন কর্মকর্তা—কোয়ান্টিটি সার্ভেয়ার আনিছুর রহমান, অফিস সহকারী আল-আমিন ও মো. হাসানের বিরুদ্ধে ‘সিন্ডিকেট বাণিজ্যের’ মাধ্যমে নামে-বেনামে ঠিকাদারী প্রতিষ্টান খুলে চাকুরীর পাশা-পাশি কোটি টাকার কাজ ভাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

স্থানীয় মাতারবাড়ী এলাকাবাসীর ব্যানারে সোমবার (৭ জুলাই) বিকাল ৫টার সময় মাতারবাড়ী পাওয়ার প্লান্টের সড়কের সামনে সড়ক অবরোধ করে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় সড়কে জানজট সৃষ্টি হয়।

এসময় মাতারবাড়ী কোহোলিয়া ব্রীজের পাশ থেকে বন্দর পর্যন্ত সড়কের প্লান্টের সামনে বৃষ্টি উপেক্ষা করে ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করে।

বিক্ষোভ কারীরা পেন্টাওশান লিমিটেডের তিন কর্মকর্তা—কোয়ান্টিটি সার্ভেয়ার আনিছুর রহমান, অফিস সহকারী আল-আমিন ও মো. হাসানের বিরুদ্ধে চাকুরীর পাশাপাশি ব্যবসাসহ নানা অভিযোগ করে অপসারণের দাবি জানায়।

এসময় বক্তব্য রাখেন স্থানীয় মাতারবাড়ী বাসিন্দা মোহাম্মদ রশিদ,  আইয়ুব আলী, আব্দুল করিম, আব্দু রহমান, সাইফুল ইসলাম, জিয়াবুল হক কাজল, শহিদ হাসান ।

এসম অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সাহাব উদ্দিন, বিএনপি নেতা দিল মোহাম্মদ,  রিয়াজুল হক, মোহাম্মদ খোকন, পেড়ানুল ইসলাম, মোহাম্মদ সুমন, করিম, মোহাম্মদ ইসলাম, আব্দু রহমান প্রমূখ। 

মানববন্ধনে ৪৮ ঘণ্টার মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ না করা হলে মাতারবাড়ী প্রকল্প ঘেরা করে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। 

উল্লেখ্য, পেন্টাওশান লিমিটেডের তিন কর্মকর্তার অপসারণের দাবীতে দুর্নীতি দমন কমিশন দুর্দক প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগও করেছেন স্থানীয়রা। 

News