
ফাইল ছবি
বাংলাদেশে শিশু শ্রম একটি গভীর সামাজিক ও অর্থনৈতিক সমস্যা হিসেবে রয়ে গেছে। যদিও সরকার ও বিভিন্ন সংস্থা শিশু শ্রম নিরসনে কাজ করছে, বাস্তবে লাখ লাখ শিশু এখনও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। সর্বশেষ জাতীয় শিশু শ্রম জরিপ ২০২২ অনুযায়ী, দেশে ১৭ লাখ ৭৬ হাজার শিশু শ্রমিক রয়েছে, যাদের মধ্যে ১০ লাখ ৭০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত।
শিশু শ্রমের সংখ্যা কমলেও, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের সংখ্যা উদ্বেগজনক। এসব শিশু দৈনিক ৬ হাজার ৬৭৫ টাকা গড়ে আয় করলেও, তাদের অধিকাংশই বেতনহীন গৃহকর্মী হিসেবে কাজ করছে।
আইনগতভাবে, বাংলাদেশে ১৪ বছরের নিচে কোনো শিশুকে কাজ করানো নিষিদ্ধ। তবে বাস্তবে, শিশু শ্রমের ক্ষেত্রে আইন প্রয়োগের অভাব রয়েছে। শ্রম পরিদর্শকরা ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত ৪৭,৮২৬টি কারখানা পরিদর্শন করলেও, মাত্র ৩,৪৫৯টি ক্ষেত্রে শিশু শ্রমের অভিযোগ পেয়েছেন।
শিশু শ্রম নিরসনে সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইনের কঠোর বাস্তবায়ন জরুরি। শিশুদের শিক্ষা
ইউ