ঢাকা,

০৮ জুলাই ২০২৫


টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ৩

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত হয়েছে: ২১:৪৮, ৭ জুলাই ২০২৫

আপডেট: ২১:৪৯, ৭ জুলাই ২০২৫

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ৩

ফাইল ছবি

টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ধনবাড়ী উপজেলার বাঘিল নামক স্থানে সোমবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও দুজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

আহত যাত্রীদের মধ্যে রয়েছেন- ময়মনসিংহ বিভাগীয় শহরের কোতোয়ালী থানার বাসন্তী(৫০) ও একই এলাকার সূর্যের স্ত্রী নিহত ফুলকুমারী (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন দুপুরের দিকে বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে ধনবাড়ী যাচ্ছিল। বাসটি ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রীকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে তিন জনকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মধুপুর-ধনবাড়ী সার্কেল) মো. আরিফুল ইসলাম জানান, ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় বাস-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ঘাতক বিনিময় পরিবহনের বাসটি আটক করে ধনবাড়ী থানায় রাখা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় সনাক্ত করা যায়নি। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

টিএইচ

News